Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সখিপুর উপজেলা নির্বাচন অফিস বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা নির্বাচন সংক্রান্ত একটি সরকারি কার্যালয়। এটি নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন) এর একটি উপজেলা শাখা অফিস হিসাবে কাজ করে এবং উপজেলার নির্বাচন প্রক্রিয়া নির্দেশিত করে। সখিপুর উপজেলা নির্বাচন অফিস নিজস্ব ভবনে অবস্থিত।

সখিপুর নির্বাচন অফিসের প্রাথমিক কাজ হলো উপজেলার বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা। এটি উপজেলা পর্যায়ে প্রাথমিক কাজগুলি পরিচালিত করে। 

সখিপুর উপজেলার ভোটার সংখ্যা ইউনিয়ন ওয়ারী

ক্রঃ নং
জেলা
উপজেলা
ইউনিয়ন/পৌরসভা
পুরুষ
মহিলা
হিজড়া
মোট


সখিপুর পৌরসভা
১২০৬৪
১২১৯০
২৪২৫৪


কাকড়াজান
১৭০১৪ 
১৬৬৯৮
৩৩৭১২


বহেড়াতৈল
১১১৩৬ 
১১১২৮
২২২৬৪


গজারিয়া
৭০৩৬ 
৭২৮৭
১৪৩২৩
টাঙ্গাইল
সখিপুর
দাড়িয়াপুর
৯৮৩২ 
৯৯৫০
১৯৭৮২


যাদবপুর
১৩০০৯ 
১২৮৬৬
২৫৮৭৬


বহুরিয়া
১২৩৭০ 
১২১৪৮
২৪৫১৮


হাতীবান্ধা
৯০৩৮ 
৮৪৮২
১৭৫২০


হতেয়া রাজাবাড়ী
৬৭৭৮ 
৬৮২২
১৩৬০১
১০


কালিয়া
১২৬৭৬
১২৭৪৭
২৫৪২৩
১১


বড়চওনা
১০৪৪২ 
১০৬১৭
২১০৫৯



মোটঃ
১২১৩৯৭
১২০৯৩৫
০২
২৪২৩৩৪


পৌরসভা/ইউনিয়নের সংখ্যা 

► সখিপুর উপজেলায় পোরসভা: ০১ টি।

► সখিপুর উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা: ১০ টি।


জাতীয় পরিচয়পত্র ফি জমা প্রদান সংক্রান্ত 

                

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

সাধারণ (৩০ কার্যদিবস)

জরুরী (৭ কার্যদিবস)

০১.

জাতীয় পরিচয়পত্র নবায়নঃ

           

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে ১৫(পনের) বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে।

১০০টাকা

১৫০টাকা

০২.

হারানো বা নষ্ট হবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিঃ

           

জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোন থানায় জিডি করতে হবে এবং জিডির মূলকপি সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

 

(ক) প্রথমবারআবেদনেরক্ষেত্রে

২০০টাকা

৩০০টাকা

(খ) দ্বিতীয়বারআবেদনেরক্ষেত্রে

৩০০টাকা

৫০০টাকা

(গ) পরবর্তীযেকোনবারআবেদনেরক্ষেত্রে

৫০০টাকা

১০০০টাকা

 

                                                                                                                                                

ক্রমিকনং

কার্যসমূহ

ধার্যকৃতফি/চার্জ

০৩.

জাতীয়পরিচয়পত্রসংশোধনঃ

           

জাতীয়পরিচয়নিবন্ধনেরসময়প্রত্যেকনাগরিকফরম-২ এ যে সব তথ্য প্রদান করেন সে সব তথ্য হতে বাংলায় ও ইংরেজিতে নিজেরনাম, পিতারনাম, মাতারনাম, জন্মতারিখ, ঠিকানা, রক্তেরগ্রুপ ও নিজের স্বাক্ষর ইত্যাদি তথ্য জাতীয় পরিচয়পত্রে লিখা হয়। জাতীয় পরিচয়পত্রের এ সব তথ্যের সংশোধনকে “জাতীয় পরিচয়পত্র সংশোধন” হিসেবে গণ্য।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৪০০টাকা

০৪.

তথ্য-উপাত্ত সংশোধনঃ

           

জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত তথ্যসমূহ ছাড়া ফরম-২ লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে “তথ্য-উপাত্ত সংশোধন” হিসেবে গণ্য করা হবে।

 

(ক) প্রথম বার আবেদনের ক্ষেত্রে

১০০টাকা

(খ) দ্বিতীয় বার আবেদনের ক্ষেত্রে

২০০টাকা

(গ) পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে

৩০০টাকা

◊ উপরিউক্ত ফি/চার্জ ট্রেজারী চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন সচিবালয়” এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে (ভ্যাটসহ) পরিশোধ করা যাবে।


         

ট্রেজারী চালানে জমাঃ

           

বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে নির্দিষ্ট হারে জাতীয় পরিচয়পত্র ফি অর্থনৈতিক কোড নং- "১-০৬০১-০০০১-১৮৪৭-জাতীয় পরিচপত্র ফি" নতুন কোড-১৪২২৩০২। উক্ত ফি এর উপর শতকরা ১৫ টাকা হারে মূল্য সংযোজন কর জমা দিতে হবে। মূল্য সংযোজন করের অর্থনৈতিক কোড নং- "১-১১৩৩-০০০০-০৩১১-মূল্য সংযোজন কর" নতুন কোড-১১৪১১০১। মূল্য সংযোজন কর কোড এর "০০০০" স্থলে ফি জমাদানকারীকে সংশ্লিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। কমিশনারেটের কোড সমূহ  নিম্নরূপঃ

           

ঢাকা (পূর্ব)-০০৩০            ঢাকা (দক্ষিণ)- ০০১০       রংপুর-০০৪৫                    রাজশাহী-০০২০

           

ঢাকা (পশ্চিম)-০০৩৫        কুমিল্লা-০০৪০                 যশোর-০০০৫                    চট্টগ্রাম-০০২৫

           

ঢাকা (উত্তর)-০০১৫           সিলেট-০০১৮                খুলনা-০০০১